Back Print

৪নং বারপাড়া ইউনিয়ন পরিষদ

কুমিল্লা সদর দক্ষিণ, কুমিল্লা। 
ওয়েব সাইট : www.baroparaup1smartup.gov.bd
ওয়ারিশ সনদপত্র
সনদ নং ২০২৪১৯১৮১৬৩৭০০৩১৮
তারিখঃ ১০-১০-২০২৪

        এই মর্মে প্রত্যয়ণ করা যাইতেছে যে, যুধিষ্ট চন্দ্র পাল, স্ত্রী : মৃত- বিপদী রানী পাল, পিতা: মৃত- তিলক চন্দ্র পাল, মাতা: মৃত বিদ্যা সুন্দরী পাল। বর্তমান ঠিকানা: গ্রাম: টেংগুরিয়া , ওয়ার্ড নং-  ০৩   , ডাকঘর: বিজয়পুর, উপজেলা: সদর দক্ষিন, জেলা: কুমিল্লা। স্থায়ী ঠিকানা: গ্রাম: টেংগুরিয়া , ওয়ার্ড নং-  ০৩   , ডাকঘর: বিজয়পুর, উপজেলা: সদর দক্ষিন, জেলা: কুমিল্লা।

অত্র ইউনিয়নের স্থায়ী অধিবাসী ছিলেন। মৃত্যুকালে তিনি নিম্ন লিখিত ওয়ারিশগনকে রাখিয়া মৃত্যু বরণ করেন।

ক্রম নাম সম্পর্ক বয়স
লক্ষন চন্দ্র পাল ছেলে ৩১/১২/১৯৭২
উত্তরাধিকারীর সংখ্যা জন

আমি মৃতের বিদ্বেহী আত্মার মাগফেরাত এবং উওরাধিকারীগণের মঙ্গল কামনা করি।

তদন্তকারীঃ কামাল মেম্বার 
আবেদনকারীঃ লক্ষন চন্দ্র পাল
পিতা/স্বামীঃ মৃত যুধিষ্ট চন্দ্র পাল